যার জন্ম না হলে হয়ত এই বাংলাদেশের জন্ম হত না । যার জন্ম না হলে হয়ত পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক কোন দেশের নাম থাকতো না । তিনি হলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান । এই স্বাধীনতা যাকে ছাড়া সম্ভব ছিল না তিনি হলেন আমাদের জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । যার কথা আজো আমাদের আজো বুকে কম্পন তোলে , আমাদের মনে শক্তি এনে দেয়, যার ভাষণ শুনে আমাদের শরীরের রক্ত ফুটে। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
কিন্তু এই স্বাধীন সোনার বাংলায় জন্মগ্রহণ করে কিছু কিছু কুলাঙ্গার এই মহান নেতার বিরুদ্ধে কথা বলে, তাকে অসম্মান করে । জাতীয় পিতার গৌরব গাথা ইতিহাস ম্লান করে নষ্ট করে, তার ইতিহাস মুছে দিতে চায় ।
এই বাংলার মানুষ কি এতই বিশ্বাসঘাতক যে মাত্র ৫০ বছর আগের ইতিহাস ভুলে যাবে? জাতির পিতার মহান অবদান অস্বীকার করবে? মহান নেতার স্বপ্ন কখনো বৃথা হতে পারে না । যিনি বিশ্বাস করতেন “এই বাংলার মানুষকে কখনো দমিয়ে রাখা সম্ভব না” । কিন্তু তারপরেও এই পাকী বীর্যগুলো আমাদের দমিয়ে রাখার সাহস কোথায় পায় ? জাতির পিতার আদর্শ নষ্ট করতে চায়।
এরা কি সেইসব কুলাঙ্গার নয় যারা এই বাংলাকে ধূলিস্যাৎ করতে চেয়েছিল? যারা এই বাংলার ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিল? লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল ?
যদি তাই হয় তাহলে এরা আমাদের জাতির পিতার স্বপ্নের দেশ, জাতির পিতার সুযোগ্য কণ্যার স্বপ্নের সংসারে কিভাবে টিকে আছে? এখনি সময় আমাদের জেগে উঠার, তাদের সমূলে উৎপাটন করার, । এখনি সময় সেই সব অপশক্তিদের নিশ্চিহ্ন করার, যারা এই বাংলার গৌরবময় ইতিহাস ও সোনালী সুদিন নিয়ে খেলতে চায় ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু.....
No comments:
Post a Comment